ভাই মাইনষের ভালোবাসা দেখলেও মাঝেমাঝে বড় ঈর্ষা জন্মায়। আর ভালোবাসা যখন কেউ সুবাসে মুড়িয়ে উপঢৌকনে মিশিয়ে উপস্থাপন করে তখন তো আমার মতো মিসকিন হৃদয় হতাহত। আমার ভাই প্রিয়তমা স্ত্রীকে মাঝেমাঝেই এটা সেটা বাহানায় উপঢৌকনের রূপে ভালোবাসা পেশ করেন। প্রায়ই সেই উপঢৌকনের ডিব্বায় টুপ করে এক কোনায় গুঁজে দেন বিভিন্ন ধরনের সুঘ্রাণের শিশি। আর ভাইয়ের মিসেসও ভালোবাসার যথাযথ ফিডব্যাক দেন সুগন্ধি পটের বিবি সেজে। তবে এবারের সুগন্ধিটা আমাকে বেশ মন্ত্রমুগ্ধ করেছে। ভাবলাম মিসকিন হয়েছি তো কি হয়েছে? নিজেই নিজেরে একটু উপহার দেই। এই সুগন্ধিটা থেকে দূরে থাকতে পারছি না। লোভ সামলাতে পারছি না। বড় বেশি আবেদন করছে স্মেলটা ‘আসো আমাকে নিয়ে যাও’।
আজ তারে নিয়ে এসেছি। নাম তার Eskada (ইস্কাদা)। প্রিয় Eskada (ইস্কাদা)-কে একটু বিশেষ করেই ডিজাইন করা হয়েছে আজকের দিনের হাসিখুশি, চপলা, রূপসী নারীদের জন্য। ঘ্রাণে সুমধুর, বিলাসবহুল এবং সম্পূর্ণরূপে মেয়েলি এই সুইট অ্যারোমা ঘরানার পারফিউম টাইপ আতর। Eskada (ইস্কাদা) আপুদের মুডকে করে দেবে চনমনে, মেজাজে এনে দেবে হিল্লোল আর আর ইতিবাচক সাড়া। আপনার ভেতরের শক্তিকে ভেতর থেকে জাগিয়ে তুলবে ফুটন্ত ফুলের মতো। স্থায়িত্বের দিক থেকে Eskada (ইস্কাদা) সেরা। ৩-৪ দিন ধরে আপনি কাপড়ে এর সুঘ্রাণ পেতে থাকবেন।
Eskada (ইস্কাদা)-র টপ নোটগুলো হলো হাইসিন্থ, পিচ,বার্গামট, ম্যান্ডারিন অরেঞ্জ। মিডল নোটে রয়েছে কার্নেশন, জেসমিন, রজনীগন্ধা, নার্সিসাস, অরেঞ্জ ব্লসম, ফ্রাঞ্জিপানি এবং আইরিস এবং ইলাং-ইলাং ফুলের সেন্সুয়াল সুবাস। কস্তুরী, ভ্যানিলা, স্যান্ডেলউড, ওকমস,সিডার রয়েছে বেইজ নোটে।