প্যাকেজটিতে যা যা থাকছে
1. Euro Sport | 2. Dalal | 3. Polo Blue | 4. Arf |
5. Hugo Boss | 6. Sabi | 7. Beli | 8. Infinity. |
ঘামে জবজবে হয়ে হঠাৎ কোথা থেকে এসে সোহাগ ভাই ধোপ করে সামনে বসে পড়লেন। “ কি যে গরম পড়েছে রে ভাই! পাগল হওয়ার দশা। এই অবস্থায় নাকে,মুখে,গায়ে, মাথায় চারদিক থেকে ফ্রেশনেস না পাইলে হইবো কেমনে বলেন তো ভাই? কি যে করা যায়।”
কপালের ঘাম মুছতে মুছতে বিরক্ত হয়ে - “ সারাদিন দৌড়ের উপর থাকতে হয় বুঝলেন ভাই। বারবার তো ফ্রেশ হইতে গোসল করা যাইবো না। উফফ রে অশান্তি।” ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে শুনতে তার ফ্রেশ হবার মেডিসিন খুঁজছিলাম। মিনিট পাঁচেক ঘাটাঘাটির পর হাতে এসে ঠেকলো বক্স ভরা ফ্রেশনেস। সোহাগ ভাইয়ের হাতে বক্সটা ধরিয়ে দিয়ে বললাম - নেন ভাই এবার পুরো দিন দৌড়ের মধ্যেও ফ্রেশ থাকবেন,মাথাও ঠাণ্ডা থাকবে,ব্রেইনও কাজ করবে। বক্সটা খোলার সাথে সাথে সোহাগ ভাইয়ের চেহারাই ফ্রেশ হয়ে গেল অর্ধেক মনে হলো। ভাই পছন্দ করে বেছে বেছে নেয়ার উপক্রম চালাতেই হাতের ধাক্কায় বললাম - “ আরে মিয়াভাই করেন কি। বাছেন কেন? পুরো বক্সটাই আপনার।” ১০০ ভোল্টের হাসি চেহারায় লাগিয়ে বললেন , “ আসলেই?”
প্রশান্ত হাসির জবাবে আমিও বললাম,“ জ্বি ভাই, এটা আমাদের ফ্রেশনেস প্যাকেজ। পুরোটাই আপনার।”
কি কি আছে এই ফ্রেশনেস পাকেজের বক্সে,হুম? জানতে হলে একবার তো অবশ্যই আপনাকে বক্সটা খুলে দেখতে হবে। বিশ্বাস করুন, এই গরমে তখন আপনিও বলবেন - Sreezon আসলেই বক্স ভরে ফ্রেশনেসের মেডিসিন ধরায়ে দিসে।